সাকিব, মুশফিক, রিয়াদ, তামিমদের মাঠ থেকে বিদায় চান মাশরাফি

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৬, ২০২৩, ০৮:৪৮ পিএম

সাকিব, মুশফিক, রিয়াদ, তামিমদের মাঠ থেকে বিদায় চান মাশরাফি

মাশরাফি মাঠ থেকে জাতীয় দলের জার্সিতেই বিদায় নিয়েছিলেন। তবে নানা কথা উঠেছে সে সময়। আর পায়ের চোট তো রয়েছেই। সিনিয়র ক্রিকেটারদের সাথে কোচের সম্পর্ক কেমন সেসব নিয়ে এখনই আলোচনা চলছে। হাথুরুসিংহে কোচ হতে যাচ্ছেন। সেজন্যই হয়তো মাশরাফি আগাম মনে করিয়ে দিলেন। সাকিব, তামিম, মাহমুদউল্লাহ ও মুশফিক যেন সম্মান নিয়ে অবসর নিতে পারেন। 

সিলেট পর্বে বিপিএল শুরু হওয়ার আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে মাশরাফী, ‘ক্রিকেট অবশ্যই আমার জীবনে আলাদা জায়গা। তিন বছর আগে যেখানে ছেড়ে এসেছিলাম, সেখান থেকে যতটুকু সুযোগ পাচ্ছি খেলছি। সঙ্গে অন্য কাজও করছি। কারো প্রতি আমার কোন রাগ-ক্ষোভ নেই। যা আছে তা হলো ভালোবাসা। আমি বাংলাদেশের ক্রিকেটকে ভালোবাসি। কোন প্রত্যাশা নিয়ে খেলি না। কেউ স্বীকার করুক বা না করুক- সাকিব, মুশফিক, রিয়াদ, তামিমরা বাংলাদেশের কিংবদন্তি। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাদের ক্ষেত্রে যেন ওই সুযোগ বাংলাদেশের মানুষ পায়, তারা যেন সম্মানের সঙ্গে মাঠ থেকে অবসর নিতে পারে।’

ঢাকা- চট্টগ্রামের পর এবার  নিজ মাঠেও ধারাবাহিকতা অব্যাহত রাখতে চায়  সিলেট স্ট্রাইকার্স। ঢাকা ও চট্টগ্রাম পর্বে  এ পর্যন্ত ৭ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের নবম আসরে পয়েন্ট টেবিলের শীর্ষে মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্স। এবার নিজেদের মাঠে বিপিএলের ম্যাচ খেলতে নামছে সিলেট। ঘরের মাঠেও দুর্দান্ত পারফরমেন্স অব্যাহত রাখতে মরিয়া সিলেট। 

কাল  শুরু হওয়া সিলেট পর্বের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হচ্ছে সিলেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।

আসরে এ পর্যন্ত ঢাকার দুই পর্বে ৫টি ও চট্টগ্রাম পর্বে ২টি ম্যাচ খেলে সিলেট। এরমধ্যে ৬টিতে জয় পেয়েছে মালাফির নেতৃত্বাধীন  সিলেট।  মাশরাফির দলের একমাত্র হার চট্টগ্রামের মাটিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে। ৫ উইকেটে ম্যাচটি হেরেছিলো সিলেট। 

ফুরচন বরিশাল-ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে দু’বার করে, কুমিল্লার বিপক্ষে ১টি করে জয়-হার এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে একবার জিতেছে তারা সিলেট।   

Link copied!