সাকিব-মুস্তাফিজের পিছিয়ে যাওয়ার দিনে এগিয়ে মেহেদী

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৫, ২০২১, ১২:৩৮ এএম

সাকিব-মুস্তাফিজের পিছিয়ে যাওয়ার দিনে এগিয়ে মেহেদী

আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি বোলিং র‍্যাংকিংয়ে এগিয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান। পিছিয়েছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।

র‍্যাংকিংয়ে মেহেদী ছাড়াও উন্নতি হয়েছে শরিফুল ইসলামের, ৪৩ থেকে লাফ দিয়ে তিনি এখন ৪০তম স্থানে।

মেহেদী উঠে এসেছেন ১২-তে। অন্যদিকে বিশ্বকাপের পর শীর্ষ দশে জায়গা পাওয়া সাকিব ও মুস্তাফিজ চলে গেছেন যথাক্রমে ২০তম ও ২১তম স্থানে।

আরও পড়ুন: সাদা পোষাক আর লাল বলের ক্রিকেটকে বিদায় বলে দিলেন মাহমুদুল্লাহ

৬১২ রেটিং পয়েন্ট মেহেদীর নামের পাশে। সাকিব ও মুস্তাফিজের রেটিং পয়েন্ট যথাক্রমে ৫৬৫ ও ৫৬২।

এদিকে, টি-২০ ব্যাটিং র‍্যাংকিংয়ে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান চতুর্থ ও ভারতের লোকেশ রাহুল পঞ্চম স্থানে উঠে এসেছেন। এদের মধ্যে রিজওয়ানের রেটিং পয়েন্ট ৭৩৫ ও রাহুলের রেটিং পয়েন্ট ৭২৯। ব্যাটিং র‍্যাংকিংয়ে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল উঠে এসেছেন দশম স্থানে। ভারতের নতুন অধিনায়ক রোহিত শর্মা ১৩তম স্থানে আছেন। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বরাবরের মতো শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছেন।

অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে যথারীতি মোহাম্মদ নবী শীর্ষে রয়েছেন। পাকিস্তান সিরিজ না খেলায় দ্বিতীয় স্থানে থাকা সাকিব পয়েন্ট হারিয়েছেন। ২৩১ রেটিং পয়েন্ট নিয়ে সাকিব আছেন দ্বিতীয় স্থানে, নবির রেটিং পয়েন্ট ২৬৫।

Link copied!