সাবিনাদের প্রতিপক্ষ আজ জর্ডান

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৯, ২০২১, ০৫:০৫ এএম

সাবিনাদের প্রতিপক্ষ আজ জর্ডান

এএফসি নারী এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের মিশন শুরু হচ্ছে আজ। প্রথম ম্যাচেই সাবিনাদের প্রতিপক্ষ শক্তিধর জর্ডান। বাংলাদেশ সময় বিকাল ৪টায় উজবেকিস্তানের বানিওদকর স্টেডিয়ামে মুখোমুখি হবে দুদল।

প্রতিপক্ষ কঠিন হলেও জর্ডানের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত বাংলাদেশ দল জানিয়েছেন দলের কোচ গোলাম রব্বানী ছোটন। তার কথায়, ‘জর্ডানের বিপক্ষে মেয়েরা তাদের সেরাটা দিতে প্রস্তুত। আশা করছি খুব ভালো একটা ম্যাচ দেশবাসীকে উপহার দিতে পারব। আমরা দেশবাসীর কাছে দোয়াপ্রার্থী।’

প্রস্তুতি ভালো হওয়ায় বাছাইপর্বেও ভালো কিছুর প্রত্যাশা বাংলাদেশ দলের। টুর্নামেন্টের আগে প্রস্তুতিতে কোনো ঘাটতি ছিল না বলেই জানালেন মেয়েদের অভিজ্ঞ কোচ ছোটন, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয় এই মহামারীর সময়ে মেয়েদের প্রশিক্ষণের জন্য খেলার মাঠ ও আবাসনের ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করেছে। অন্যদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত কোভিড-১৯ প্রটোকল পালন করত আমাদের প্রশিক্ষণের ক্ষেত্রে কোনো অসুবিধা হয়নি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সব সময় মেয়েদের সব সুযোগ-সুবিধার কথা বিবেচনা করেছে বিধায় আমাদের এ প্রতিযোগিতায় আসার পূর্বপ্রস্তুতির ক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা হয়নি।’

 

Link copied!