বৈশ্বিক কোন আসরে বাংলাদেশের কোনো ট্রফি নেই। এশিয়া কাপ কিংবা বিশ্বকাপ সব টুর্নামেন্টেই বাংলাদেশের কোনো সাফল্য নেই। দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের হারানোর পর মেহেদি হাসান মিরাজ বললেন, এশিয়া কাপ ও বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে চান।
শনিবার দক্ষিণ আফ্রিকা থেকে দেওয়া ভিডিও বার্তায় মিরাজ বলেন, ‘হ্যা দেখেন স্বপ্ন যদি বড় না থাকে তাহলে তো আগানো যায় না। আমাদের স্বপ্ন অনেক বড়। আমরা ভালো কিছু করতে চাই। দেশে যেমন সিরিজ জিতি বাইরেও আমরা সিরিজ জিততে চাই। আমরা এশিয়া কাপ, বিশ্বকাপ কাপ চ্যাম্পিয়ন হতে চাই। আমাদের চিন্তা ভাবনাও অমন বিশ্বকাপ জিততে পারি, এশিয়া কাপ জিততে পারি দেশের বাইরে সিরিজ জিততে পারি। ওইভাবেই আমরা পরিকল্পনা করছি প্রসেস করছি। আমরা কীভাবে ভালো ক্রিকেটে খেলে ভালো খেলে জয় অর্জন করতে পারি’-আরও যোগ করেন মিরাজ।
বাংলাদেশ বরাবরই ওয়ানডেতে ভালো দল। আইসিসি ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য কোয়ার্টার ফাইনাল। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল। এ ছাড়া এশিয়া কাপে তিনবার ফাইনাল খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশের। তার মধ্যে দুবার ওয়ানডেতে আরেকবার টি-টোয়েন্টিতে।
এবার আইসিসি বিশ্বকাপ সুপার লিগে দারুণ করছে বাংলাদেশ। এখন পর্যন্ত শীর্ষে আছে তামিম ইকবালের দল। দক্ষিণ আফ্রিকার মাটিতে এর আগে কখনো সাফল্য ছিল না। এবার সেঞ্চুরিয়নে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ জয় পায় ৩৮ রানে। এর আগে এ বছরের শুরুতেই নিউ জিল্যান্ডকে তাদের মাটিতে প্রথমবারের মতো টেস্টে হারিয়েছিল বাংলাদেশ। সবকিছু মিলিয়ে ক্রিকেটারদের মধ্যে ফুটছে আত্মবিশ্বাসের রেণু।