পোর্ট অফ স্পেন টেস্ট

সেঞ্চুরি করলেন বিরাট কোহলি

স্পোর্টস ডেস্ক

জুলাই ২১, ২০২৩, ০৯:০৭ পিএম

সেঞ্চুরি করলেন বিরাট কোহলি

পোর্ট অফ স্পেনে সেঞ্চুরি করলেন বিরাট কোহলি। শুক্রবারে করা সেঞ্চুরিটি তার টেস্টে ২৯তম। ভারতও নিয়ন্ত্রণে রেখেছে টেস্ট ম্যাচ। 

এই রিপোর্ট লেখার সময় ভারত ৪ উইকেটে ৩৩৬ রান তুলেছে। কোহলি ১১৮ ও জাদেজা ৫৩ রানে খেলছিলেন।  ২ টেস্টের সিরিজ। প্রথমটি ভারত জিতে ১-০ তে এগিয়ে রয়েছে। 

ভারত-ওয়েস্ট ইন্ডিজের এই শততম টেস্টে অনন্য এক মাইলফলক স্পর্শ করেন ভারতের সেরা ব্যাটার বিরাট কোহলিও। আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ ম্যাচ খেলার নজির গড়েন কোহলি (১১০টি টেস্ট, ২৭৪টি ওয়ানডে ও ১১৫টি টি-টোয়েন্টি)। বিশ্বের দশম ও ভারতের চতুর্থ খেলোয়াড় হিসেবে এই রেকর্ডের মালিক হবেন কোহলি।
এর আগে এই তালিকায় নাম তুলেছেন ভারতের শচিন টেন্ডুলকার (৬৬৪টি)-মহেন্দ্র সিং ধোনি (৫৩৮টি)-রাহুল দ্রাবিড় (৫০৯টি), শ্রীলংকার মাহেলা জয়াবর্ধনে (৬৫২টি)-কুমার সাঙ্গাকারা (৫৯৪টি)-সনাথ জয়সুরিয়া (৫৮৬টি), অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (৫৬০টি), পাকিস্তানের শহিদ আফ্রিদি (৫২৪টি) এবং দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস (৫১৯টি)।

Link copied!