পদ্মা ব্রিজ ফ্রেন্ডশিপ টেস্ট সিরিজের দ্বিতীয়টি খেলতে সেন্ট লুসিয়ায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ২৪ জুন সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে বাংলাদেশ।
বাংলাদেশের ক্রিকেটাররা পৌঁছে অনুশীলনও শুরু করেছে। এদিকে দলে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। এনামুল হক বিজয় দলে প্রবেশ করবেন। দল থেকে নাজমুল হোসেন শান্ত ছিটকে যেতে পারেন। আবার মুমিনুল হককে নিয়ে রয়েছে গুঞ্জন। পেসার শরিফুল ইসলাম গিয়ে পৌঁছেছেন। মোস্তাফিজুর রহমানকে দ্বিতীয় টেস্টে নাও দেখা যেতে পারে।
অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে হয়ে যাওয়া সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৭ উইকেট হেরেছিলো বাংলাদেশ। ফলে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে টাইগাররা। সিরিজ হার এড়াতে হলে, শেষ ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই বাংলাদেশের।
ব্যাটারদের ব্যর্থতাতেই প্রথম টেস্ট হারতে হয়েছিলো বাংলাদেশকে। প্রথম ইনিংসে ৪৫ রানেই ৬ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১০৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ম্যাচ হারের জন্য প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতাকে দায়ী করেছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।