সৌদি আরবিয়ান ক্লাব আল-নাসেরে যোগ দিয়ে লিওনেল মেসির চেয়ে এগিয়ে গেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, আর কেউ তা মনে না করলেও অন্তত পিয়ার্স মরগান তাই মনে করেন।
রোনালদোর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত এই ব্রিটিশ সাংবাদিক ও টেলিভিশন ব্যক্তিত্ব মনে করেন, সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে চুক্তির মধ্য দিয়ে লিওনেল মেসির চেয়ে এগিয়ে গেছেন রোনালদো!
মেসিকে কীভাবে ছাড়িয়ে গেছেন রোনালদো, সেটির নিজস্ব ব্যাখ্যাও আছে মরগানের কাছে, 'রোনালদো নতুন চ্যালেঞ্জের জন্য সৌদি আরবে গেছে। চ্যাম্পিয়ন্স লিগে আরো দুই-এক মৌসুম খেলতে পারলে হয়তো ভালো হতো। কিন্তু সে এখন নিজেকে উপভোগ করবে।'
তবে নতুন পরিবেশে রোনালদো মানিয়ে নিতে যে চেষ্টা করছেন, তার প্রশংসা করেছেন মরগান। মরগান বলেন, ‘আমাদের সাক্ষাৎকারের কারণেই রোনালদো ফুটবল ইতিহাসের সর্বোচ্চ দামের ট্রান্সফার ডিল করতে পেরেছে। ৩৭ বছর বয়সে এখন সে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার। এদিক থেকেই মেসির চেয়ে সে (রোনালদো) এগিয়ে গেছে। সে তার ক্যারিয়ারজুড়ে যেমন পারফরম্যান্স করেছে, এখনো ঠিক তা-ই করছে। নতুন দেশ এবং নতুন লিগে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছে।’
মরগানের প্রশংসা পেলেও সৌদি ফুটবলে রোনালদোর যাত্রাটা একেবারেই ভালো হয়নি। সৌদি প্রো লিগে নিজের অভিষেক ম্যাচে রোনালদো ছিলেন গোলহীন। পরে সৌদি সুপার কাপের সেমিফাইনাল হেরেছে তাঁর দল।