হারের স্বাদ নিয়ে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৫, ২০২১, ০৭:৫০ এএম

হারের স্বাদ নিয়ে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া

আসলে ম্যাচটি হওয়ার কথা ছিল তৃতীয়। কিন্তু করোনা বিভ্রান্তির জন্য দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হয়নি। টস হয়েছিল অবশ্য। সেজন্য এই অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের সিরিজটি ২ ম্যাচের হয়েছে। আর ম্যাচটিকে দ্বিতীয় ধরা হয়েছে। ওই ম্যাচটি কালের গর্ভে হারিয়ে গেছে। আজ দ্বিতীয় ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়েছে ক্যারিবীয়রা। ফলে ২ ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ। 

অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করতে আসে বার্বাডোজে। ৪৭.১ ওভারে তারা অলআউট ১৮৭ রানে। আলজারি জোসেফ ও আকিল হোসেন ৩টি করে উইকেট শিকার করেছেন। 

জবাবে তোপের মুখে ছিল ওয়েস্ট ইন্ডিজ। ৭২ রানে ৫ উইকেট পরে গিয়েছিল তাদের। স্টার্ক ও জাম্পা ম্যাচ ধরে ফেলেছিল। কিন্তু নিকোলাস পুরান ও জেসন হোল্ডার ৬ষ্ঠ উইকেটে ৯৩ রানের জুটি উপহার দেন। হোল্ডার ৫২ রানে আউট হন। পুরান ৫৯ রানে অপরাজিত ছিলেন। ৩৮ ওভারে জয়ের বন্দরে নোঙর করে ওয়েস্ট ইন্ডিজ (১৯১/৬)। স্টার্ক ৩টি ও জাম্পা ২টি উইকেট নেন। 

এখন ২৯ জুলাই বাংলাদেশে বিশেষ বিমানে করে আসবেন অস্ট্রেলিয়ানরা। অবশ্য তারা ৫টি টি-টোয়েন্টি খেলবে। 

Link copied!