টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল

হেডের শতক ও স্মিথের লড়াকু ব্যাটে প্রথম দিন অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক

জুন ৮, ২০২৩, ১২:২৬ এএম

হেডের শতক ও স্মিথের লড়াকু ব্যাটে প্রথম দিন অস্ট্রেলিয়ার

লন্ডনের ওভালে এখন গ্রীস্মের সৌরভ। ফুলেফুলে ছেয়ে গেছে পুরো শহর। আর টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিন ব্যাটে ফুল ফোটালেন ট্রেভি হেড ও স্টিভেন স্মিথ। টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ফাইনাল এটি। প্রথম ক্রিকেটার হিসেবে শতক করলেন হেড। 

টস জিতে ফিল্ডিং নেয় ভারত। সবুজ উইকেট দেখে ভারতের অধিনায়ক রোহিত শর্মা অন্যরকম ভেবেছিলেন। ৭৬ রানে ৩ উইকেট হারায় অস্ট্রেলিয়া। আর একমাত্র এই ফাইনালটির প্রথম দিন শেষে অস্ট্রেলিয়া ৩ উইকেটে ৩২৭ রান তুলেছে। হেড ১৪৬ ও স্মিথ ৯৫ রানে উইকেটে অপরাজিত আছেন। 

অস্ট্রেলিয়ার শুরু বেশ বেশ কঠিন ছিল। ভারতের পেসার সামি, সিরাজ ও শারদুল আগুনে বোলিং করেন। উসমান খাজা (০) রানের খাতা খোলার আগেই আউট সিরাজের বলে। ওয়ার্নার ৪৩ রানে ঠাকুরের শিকার। লাবুসেন ২৬ রানে বোল্ড সামির বলে। 

স্মিথ ও হেড ২৫১ রানের জুটি গড়ে টিকে আছেন এখনো। বৃহস্পতিবার আরো বড় স্কোরে যেতে চাইবে অস্ট্রেলিয়া। 

 

Link copied!