জাতীয় দলে ফিরলেন মোরসালিন

স্পোর্টস ডেস্ক

নভেম্বর ৫, ২০২৩, ০৬:৫৬ পিএম

জাতীয় দলে ফিরলেন মোরসালিন

বিশ্বকাপ ফুটবলের বাছাইয়ে ১৬ ও ২১ নভেম্বর অস্ট্রেলিয়া ও লেবাননের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। তাই রোববার দুই ম্যাচের জন্য প্রাথমিকভাবে ৩০ শিষ্যকে বাছাই করেছেন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। দলে ফিরেছেন উঠতি তারকা ফরোয়ার্ড শেখ মোরসালিন। মালদ্বীপ থেকে ফেরার সময় মদ বহন করায় তাকে সাময়িক নিষিদ্ধ করেছিল কিংস। ফলে মালদ্বীপের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের হোম ম্যাচে ছিলেন না মোরসালিন। তবে আর্থিক জরিমানা শেষে ফের জাতীয় দলে ফিরেছেন তিনি। 

১৬ নভেম্বর মেলবোর্নে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশ। সেই ম্যাচ খেলেই দ্রুত ঢাকায় ফিরবেন জামালরা ২১ নভেম্বর ঢাকায় কিংস অ্যারেনায় লেবাননের বিপক্ষে  খেলতে। কিংস বাদে বাকি ফুটবলারদের আজ বিকালে ম্যানেজার আমের খানের নিকট রিপোর্ট করতে হবে। ৭ নভেম্বর বসুন্ধরা কিংসের এএফসি কাপের ম্যাচ রয়েছে ভারতের মোহনবাগানের বিপক্ষে। 

সেই ম্যাচ খেলে কিংসের জাতীয় ফুটবলাররা ৯ নভেম্বর কোচ কাবরেরার ক্যাম্পে উঠবেন। তবে পরদিন অস্ট্রেলিয়া যাওয়ার আগে ৩০ জনের প্রাথমিক দল ২৩ জনের চূড়ান্ত দলে পরিণত হবে।

দুই ম্যাচের জন্য বাংলাদেশ দল: মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ, পাপ্পু হোসেন, মাহফুজ হাসান প্রীতম, বিশ্বনাথ ঘোষ, হাসান মুরাদ, তারিক কাজী, রহমত মিয়া, আলমগীর মোল্লা, ইসা ফয়সাল, শাকিল হোসেন, সাদ উদ্দিন, রিয়াদুল হাসান রাফি, সোহেল রানা, শেখ মোরসালিন, মো. হৃদয়, সোহেল রানা, মজিবুর রহমান জনি, রবিউল হাসান, চন্দন রায়, জামাল ভূঁইয়া, জায়েদ আহমেদ, সুমন রেজা, রাকিব হোসেন, রহিম উদ্দিন, ফয়সাল আহমেদ ফাহিম, দিপক রায়, আরমান ফয়সাল, রফিকুল ইসলাম ও ইব্রাহীম।

Link copied!