আরও ৫ বছর বার্সেলোনায় স্টেগান

স্পোর্টস ডেস্ক

আগস্ট ২৬, ২০২৩, ১১:৪৫ পিএম

আরও ৫ বছর বার্সেলোনায় স্টেগান

জার্মান গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগান। ছবি: সংগৃহীত

জার্মান গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগান বার্সেলোনার সাথে চুক্তি নবায়ন করেছেন। নতুন চুক্তি অনুযায়ী ২০২৮ সাল পর্যন্ত ক্যাম্প ন্যুতেই থাকছেন এই জার্মান গোলরক্ষক। 
ক্লাবের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে জানানো হয়েছে নতুন চুক্তিতে টান স্টেগানের বাই-আউট ক্লজ ধরা হয়েছে ৫০০ মিলিয়ন ইউরো। 
স্প্যানিশ বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টের সূত্র ধরে জানা গেছে ৩১ বছর বয়সী এই গোলরক্ষক নতুন চুক্তিতে তার বেতন কমানোর বিষয় নিয়ে বার্সেলোনার সাথে একমত হয়েছেন। লা লিগার ফিনান্সিয়াল ফেয়ার প্লে’র আইনানুযায়ী এবারের মৌসুমে দলবদলসহ আরো কিছু বিষয়ে বার্সেলোনার আর্থিক বিষয়ে বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে।
লা লিগার ট্রান্সফার আইনানুযায়ী বার্সেলোনা তাদের নতুন আসা সব খেলোয়াড়দের সাথে এখনো রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে পারেনি। একইসাথে ক্লাবের থেকে কিছু খেলোয়াড়কে ছাঁটাইও করতে হচ্ছে। এখনো পর্যন্ত মার্কোস আলনসো, ইনাকি পেনা ও ইনিগো মার্টিনেজের সাথে রেজিষ্ট্রেশন সম্পন্ন হয়নি।

Link copied!