বিশ্বকাপ প্রাক বাছাইয়ে মালদ্বীপকে হারিয়ে অনেক কিছুই পেল বাংলাদেশ। আগামী এক বছর ছয়টি আন্তর্জাতিক ম্যাচ পাচ্ছে। তিন বছরের ব্যস্ত সূচীও নির্ধারিত হচ্ছে জামাল ভূঁইয়াদের জন্য।
এবার সুখবর দিল আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা)। মালদ্বীপের বিপক্ষে এক জয়ে র্যাংকিংয়ে ছয়ধাপ এগিয়ে ১৮৩ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। আগে র্যাংকিং ছিল ১৮৯।
দক্ষিণ এশিয়ার মধ্যে লাল সবুজদের পেছনে রয়েছে কেবল পাকিস্তান (১৯৩) ও শ্রলিংকা (২০২)। তবে বাংলাদেশের সামনে রয়েছে ভারত (১০২), এক ধাপ অবনমন হওয়া মালদ্বীপ (১৬১), নেপাল (১৭৩) ও ভুটান (১৮২)।