বিশ্বকাপের এক আসরে ৭০০ রান; সেরা খেলোয়াড় কোহলি

স্পোর্টস ডেস্ক

নভেম্বর ১৯, ২০২৩, ০৫:৫৩ পিএম

বিশ্বকাপের এক আসরে ৭০০ রান; সেরা খেলোয়াড় কোহলি

কোহলির আগে বিশ্বকাপের এক আসরে ৭টির বেশি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলতে পারেননি আর কোনো ব্যাটার। ছবি: ক্রিকইনফো

বিশ্বকাপের এক আসরে প্রথম ব্যক্তি হিসেবে সাতশ রান করেছেন। বল হাতে পেয়েছেন উইকেটও। প্রতি ম্যাচেই দেখিয়েছেন দুর্দান্ত খেলা। তারপরও তীরে এসে দলের ডুবল তরী। জুটলো রানার্সআপের মেডেল। তবে বিজয়ী হলে এক আসরে সর্বোচ্চ রানগ্রাহক হিসেবে।

রবিবার আহমেদাবাদে অনুষ্ঠিত ২০২৩ বিশ্বকাপের ফাইনালে ভারত হেরেছে অস্ট্রেলিয়ার কাছে। বিশ্বজয়ের পুরস্কার অস্ট্রেলিয়া পেলেও বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে এবারের আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেলেন বিরাট কোহলি।

সব ম্যাচ মিলিয়ে ৭৬৫ রান নিয়ে ২০২৩ বিশ্বকাপ আসর শেষ করেছেন ৩৫ বছর বয়সী এই ভারতীয় ব্যাটার। ১১ ম্যাচে ৯৫.৬২ গড়ে ও ৯০.৩১ স্ট্রাইক রেটে এই রান করেছেন কোহলি। ১১ ইনিংসের নয়টিতেই পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস এসেছে তার ব্যাট থেকে। তিনটি সেঞ্চুরির পাশাপাশি করেছেন ছয়টি ফিফটি। তার আগে বিশ্বকাপের এক আসরে সাতটির বেশি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলতে পারেননি আর কোনো ব্যাটার।

ফাইনালেও হাফসেঞ্চুরি করেছেন কোহলি। ৬৩ বলে ৪ চারে ৫৪ রানের ইনিংস খেলেছেন তিনি। তার পঞ্চাশোর্ধ্ব মিলিয়ে ২৪১ রানের লক্ষ্য দিতে পেরেছে ভারত। যে লক্ষ্য ৪ উইকেট হারিয়ে ৪২ বল হাতে রেখে তাড়া করে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া।

Link copied!