এক সিরাজের তোপেই লংকা ছারখার

স্পোর্টস ডেস্ক

সেপ্টেম্বর ১৮, ২০২৩, ১২:১৬ এএম

এক সিরাজের তোপেই লংকা ছারখার

ছবি: ক্রিকইনফো

এক সিরাজের তোপেই যেন লণ্ডভন্ড হয়ে গেল শ্রীলঙ্কা। ইনিংসের দ্বিতীয় ওভারেই চার উইকেট। এরপর শিকার করেছেন আরও দুইটি। এশিয়া কাপের ফাইনাল খেলতে নেমে একেবারেই উড়ে গিয়েছে লঙ্কানদের ব্যাটিং লাইনআপ।  
এশিয়া কাপের ফাইনালে নেমে ৫০ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। যা তাদের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন রান।  
এশিয়া কাপে এতদিন সর্বনিম্ন স্কোর ছিল ৮৭ রানের। ২০০০ সালে পাকিস্তানের বিপক্ষে অলআউট হয়েছিল বাংলাদেশ। এবার সে রেকর্ড ভাঙল শ্রীলঙ্কা। এশিয়া কাপের ফাইনালে এর আগের সর্বনিম্ন স্কোরটি ছিল ১৭৩ রানের। শ্রীলঙ্কা থামল তার অনেক আগেই। 
সিরাজ সপ্তম উইকেটটি আর পাননি। কিন্তু পরপর ২ বলে ২ উইকেট নিয়েছেন হার্দিক পান্ডিয়া। পয়েন্টে ক্যাচ দিয়েছেন মাতিশা পাতিরানা। তাতেই অলআউট হয়ে গেছে শ্রীলঙ্কা।
সিরাজ নেন ৬ উইকেট, হার্দিক পান্ডিয়ার শিকার ৩ আর ১ উইকেট নেন বুমরাহ।  
এ ম্যাচ নিয়ে উত্তেজনা ছিল অনেক। তবে এরপর যা ঘটল, সেটির জন্য হয়ত প্রস্তুত ছিলেন না কেউ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে মাত্র ৫০ রানেই শেষ শ্রীলঙ্কা। 
শিরোপাজয়ের জন্য এখন ৫১ রানের দরকার রোহিতদের। এশিয়া কাপের ট্রফিটা যেন এক প্রকার হাতের মোয়াই হয়ে গেল ভারতের।

Link copied!