ক্রাইস্টচার্চে রোমাঞ্চ ছড়িয়ে ৩ উইকেটে টেস্ট জিতেছে অস্ট্রেলিয়া। পাশাপাশি নিউজিল্যান্ডের বিপক্সে ২-০ তে টেস্ট সিরিজও জিতে নিয়েছে তারা।
২৭৯ রানের টার্গেট ছিল। অস্ট্রেলিয়া ৭ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায়। অ্যালেক্স ক্যারি ৯৮ রানে অপরাজিত ছিলেন। তিনি ম্যাচ সেরা হন। আর এই অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ১০টি ক্যাচও নিয়েছেন।
সিরিজ সেরা হন নিউজিল্যান্ডের ম্যাট হেননি। যিনি ১০১ রান করার পাশাপাশি ১৭ উইকেটও নেন। অবশ্য ২ টেস্টের সিরিজ প্যাট কামিন্সদের।