লাখনোতে নেদারল্যান্ডস কে এবার ৭ উইকেটে হারাল আফগানিস্তান। আফগানিস্তান সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে। ৭ ম্যাচে তাদের ৮ পয়েন্ট।
বিশ্বকাপে এটা তাদের চতুর্থ জয়। তিন বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়েছে তারা। এবার এই বিশ্বকাপের চমক নেদারল্যান্ডসকে হারাল দলটি।
নেদারল্যান্ডস আগে ব্যাট করে ১৭৯ রান সংগ্রহ করে। জবাবে ৩১.৩ ওভারে জয় নিশ্চিত করে আফগানরা (১৮১/৩)। ম্যাচসেরা হন ২৮ রানে ৩ উইকেট শিকারী মোহাম্মদ নবি। ৭ ম্যাচের ৪টিতে জিতে ও ৩টিতে হেরে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে উঠলো আফগানরা। ৮ পয়েন্ট করে আছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডেরও। রান রেটে এগিয়ে অস্ট্রেলিয়া তৃতীয়স্থানে এবং চতুর্থস্থানে আছে নিউজিল্যান্ড। এই হারে ৭ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টমস্থানে আছে নেদারল্যান্ডস। এতে সেমির আশা অনেকটাই ফিকে হয়ে গেছে ডাচদের।
প্রথমে ব্যাট করে ৪৬ দশমিক ৩ ওভারে ১৭৯ রানে অলআউট হয় নেদারল্যান্ডস। দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেন সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট। জবাবে অধিনায়ক হাসমতুল্লাহ শাহিদির অপরাজিত ৫৬ ও রহমত শাহর ৫২ রানের কল্যাণে ম্যাচ জিতে নেয় আফগানিস্তান। ১১১ বল বাকী রেখে ম্যাচ জয়ে রান রেটটাও বেশ বাড়িয়ে নিয়েছে আফগানরা।