সুপার ফোরে শ্রীলংকা

টার্গেটে গোলমাল করে এশিয়া কাপ থেকে বিদায় নিল আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক

সেপ্টেম্বর ৬, ২০২৩, ০৫:৫৭ এএম

টার্গেটে গোলমাল করে এশিয়া কাপ থেকে বিদায় নিল আফগানিস্তান

শ্রীলংকা সুপার ফোরে চলে গেল। হিসাব না বুঝে খেলে রানের মারপ্যাঁচে বিদায় নিল আফগানরা। কিন্তু যাবার আগে বর্তমান চ্যাম্পিয়দের কাঁপিয়ে দিয়ে গেছে তারা। অবিশ্বাস্য লড়াই করেছে আফগানরা। এশিয়া কাপ থেকে আফগানিস্তানের সাথে নেপালেরও বিদায় ঘন্টা বাজল। সেরা চারে এখন লড়াইয়ে টিকে থাকল ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলংকা। 

বাংলাদেশের পর ‘বি’ গ্রুপ থেকে এশিয়া কাপের সুপার ফোর খেলা নিশ্চিত করেছে  চ্যাম্পিয়ন শ্রীলংকা।  মঙ্গলবার গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচে চোখ ধাঁধানো  ব্যাটিং সত্ত্বেও  শ্রীলংকার কাছে মাত্র  ২ রানে হেরে গেছে  আফগানিস্তান। ২ খেলায় ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে সুপার ফোর নিশ্চিত করেছে  শ্রীলংকা। 

২ খেলায় ২ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ হয়ে সুপার ফোর পর্বে  খেলবে বাংলাদেশ। প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে আগেই সুপার ফোর নিশ্চিত করেছিলো বাংলাদেশ। ২ ম্যাচের ২টিতে হেরে গ্রুপ পর্ব থেকে এবার এশিয়া কাপ শেষ করলো আফগানিস্তান।

৩৮তম ওভারের প্রথম বলে মুজিব উর রহমান আউট হওয়ার পরও সুপার ফোরে যাওয়ার সুযোগ ছিল আফগানিস্তানের। সেক্ষেত্রে ২৯২ রানের লক্ষ্যে ব্যাটিং করা আফগানদের ৩৭.৪ ওভারের মধ্যে করতে হতো ২৯৫ রান।

এমনকি ম্যাচ টাই হওয়ার পর, মানে ২৯১ রান করার পর ছক্কা মারলে সুযোগটি ছিল ৩৮.১ ওভার পর্যন্ত। কিন্তু নিজে বড় শট খেলা বা সিঙ্গেল নিয়ে রশিদ খানকে স্ট্রাইকে দেওয়ার কোনো চেষ্টাই করলেন না ফারুকি। উল্টো চতুর্থ বলে এলবিডব্লিউ হয়ে যাওয়াতে ২ রানে হেরেই গেল আফগানিস্তান। 

Link copied!