সেমিফাইনালের স্বপ্ন দেখছে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক

অক্টোবর ৩১, ২০২৩, ০৮:৪৮ পিএম

সেমিফাইনালের স্বপ্ন দেখছে আফগানিস্তান

বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে দারুন এক জয়ের পর পুরো দল নিয়ে গর্বিত জানিয়ে আফগানিস্তানের কোচ জোনাথন ট্রট বলেছেন তার দল এখন আর শুধুমাত্র ভাগ্যের উপর নির্ভরশীল নয়।
সোমবার পুনেতে ১৯৯৬ বিশ^ চ্যাম্পিয়ন শ্রীলংকাকে ৭ উইকেটে পরাজিত করেছে আফগানরা। এর আগে আরেক বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছিল ট্রটের দল। 
এই জয়ের ফলে বিশ্বকাপে প্রথমবারের মত টানা দুই ম্যাচের জয়ের স্বাদ পেল তারা। বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকেও পরাজিত করা আফগানিস্তান এখন সেমিফাইনালে খেলার স্বপ্নে বিভোর হয়ে উঠেছে। ছয় ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে আফগানিস্তান। শীর্ষ চারে থাকা নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার থেকে তারা দুই পয়েন্ট পিছিয়ে রয়েছে। 
এর আগে বিশ^কাপের দুই আসরে আফগানিস্তানের ঝুলিতে ছিল মাত্র এক জয়, তাও আবার টেস্ট খেলুড়ে দেশের বাইরে থাকা স্কটল্যান্ডের বিপক্ষে। যে কারনে এবারের এই অর্জন তাদের সেরা সাফল্য। ট্রট বলেন, ‘এই দলে প্রতিভার অভাব নেই। আমাদের শুধুমাত্র তাদের সঠিক পথে চালিত করতে হবে, সঠিক গেম প্ল্যান দিতে হবে। এর মাধ্যমে তারা একদিন বিশে^র সেরা খেলোয়াড়ে পরিণত হবে। আমরা এখন আর শুধুমাত্র ভাগ্যের উপর নির্ভরশীল দল নই। প্রতিদিন পারফর্ম করেই আমরা জয় ছিনিয়ে আনছি।’

আফগানিস্তানের পরের তিন ম্যাচ নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তারা বর্তমানে অস্ট্রেলিয়ার চেয়ে ২ পয়েন্টে ও দক্ষিণ আফ্রিকার চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে আছে। যার অর্থ এ দুই দলের বিপক্ষে ম্যাচ দুটি খুবই গুরুত্বপূর্ণ। দুটি ম্যাচই কঠিন হলেও এই দুই ম্যাচে জয় পেলে আফগানিস্তানের সেমিফাইনালে যাওয়ার কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে।

 

Link copied!