ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরের পঞ্চম ম্যাচে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া।
রবিবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সফরকারী বিশ্বকাপের রেকর্ড পাঁচ আসরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, রবিচন্দ্রন অশ্বিনদের ঘূর্ণি জাদুতে ৪৯.৩ ওভারে ১৯৯ রানেই অলআউট হয় অস্ট্রেলিয়া।
দলীয় ৫ রানেই ভেঙে যায় অজিদের উদ্বোধনী জুটি। ইনিংসের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে রানের খাতা খোলার আগেই ফেরেন মিচেল মার্শ। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে ওপেনার ডেভিড ওয়ার্নারের সাথে জুটি বেঁধে ৮৫ বলে ৬৯ রান যোগ করেন। ৫২ বলে ৬ চারে ৪১ রান করে কুলদীপের বলে বোল্ড হয়ে যান ওয়ার্নার। আউট হওয়ার আগে ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম (১৯ ইনিংসে) হাজার রানের রেকর্ড গড়েন অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার।
ওয়ার্নারের বিদায়ের পর উইকেটে আসেন মারনাস লাবুশেন। তৃতীয় উইকেট জুটিতে ৬৪ বলে ৩৬ রান যোগ করেছেন স্মিথ-লাবুশেন। স্মিথকে বোল্ড করে জুটি ভাঙেন জাদেজা। ৭১ বলে ৫ চারে করেন ৪৬ রান।
১১০ থেকে ১১৯- ৯ রান যোগ করতে আরও ৩ উইকেট হারায় অজিরা। যেখানে ৩০তম ওভার বোলিংয়ে এসে লাবুশেন, অ্যালেক্স ক্যারি এই দুই ব্যাটারকে ফিরিয়েছেন জাদেজা।
গ্লেন ম্যাক্সওয়েলও বেশিক্ষণ উইকেটে স্থায়ী হতে পারেননি। ৩৬তম ওভারের পঞ্চম বলে কুলদীপকে লেগ সাইডে খেলতে গিয়ে বোল্ড হয়ে যান ম্যাক্সওয়েল। ২৫ বলে ১৫ রান করেন অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার।
তিন বল পরে ক্যামেরন গ্রিনকে ফিরিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ৩৬.২ ওভারে ৭ উইকেটে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ১৪০ রান। ৭ উইকেট হারানোর পর ব্যাটিংয়ে নেমে ৩৫ বলে ২৮ রান করেন মিচেল স্টার্ক। অষ্টম ও নবম উইকেটে প্যাট কামিন্স ও অ্যাডাম জাম্পার সাথে ২৫ ও ২৪ রানের জুটি গড়তে অবদান রেখেছেন স্টার্ক।
তবু ২০০ রান করতে পারেনি অস্ট্রেলিয়া। ৫০তম ওভারের তৃতীয় বলে শেষ ব্যাটার হিসেবে আউট হয়েছেন স্টার্ক। সর্বোচ্চ ৪৬ রান এসেছে স্টিভ স্মিথের ব্যাট থেকে।
আর ভারতের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন জাদেজা। ২টি করে উইকেট নিয়েছেন কুলদীপ ও বুমরা। মোহাম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া, অশ্বিন নিয়েছেন ১টি করে উইকেট।