ফেব্রুয়ারি ১৫, ২০২৪, ০৬:১৪ এএম
গোল করছেন ক্রিস্টিয়ানো রোনালদো ছবি : টুইটার
উয়েফা চ্যাম্পিয়নস লিগের রাজা ক্রিস্টিয়ানো রোনালদো। এখন আর তিনি ইউরোপে খেলেন না। তবে এএফসি চ্যাম্পিয়নস লিগে খেলছেন। সেখানেও আলো ছড়ালেন।
বুধবার আল নাসের খেলেছে আল ফেইহার সঙ্গে। রোনালদোর দৃষ্টিনন্দন সেট আপ গোলে জয় পেয়েছে নাসের ১-০ তে। রোনালদোর মাইলফলকের ম্যাচ ছিল এটি।
১০০০ তম ক্লাব ম্যাচে রোনালদো গোল করেছেন ৭৪৬টি।