ডিসেম্বর ১৩, ২০২৪, ০৩:৩০ এএম
ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি করে ওয়েস্ট ইন্ডিজকে জেতালেন আমির জাঙ্গু। তৃতীয় ওয়ানডে ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৪ উইকেটে। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজও ৩-০ তে নিশ্চিত করেছে তারা।
বাংলাদেশ ৫ উইকেটে ৩২১ রান করেছিল। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ৪৬ ওভারে জয় নিশ্চিত করে (৩২৫/৬)। ২৪ বল হাতে রেখে জয় ক্যারিবীয়দের।
এর আগে কেচি কার্টি ৯৫ রানে আউট হন। গুডাকেশ মোতি ৩১ বলে ৪৪ রান করে অপরাজিত ছিলেন। রিশাদ ২ টি উইকেট নেন।
এবার তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ রয়েছে। প্রথমটি ১৬ ডিসেম্বর সেন্ট ভিনসেন্টে।