জুলাই ৮, ২০২৪, ০৫:০৪ পিএম
বাংলাদেশে লিওনেল মেসি খেলে গেছেন। এমিলিয়ানো মার্টিনেজ এসেছিলেন একটি প্রতিষ্ঠানের কাজে। এবার অ্যাঞ্জেল ডি মারিয়ারও বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে। তবে আগে তারিখে হচ্ছে না।
জুলাই বা আগস্টে আসার কথা ছিল। তবে এ বছর অন্য কোনো সময় তিনি আসবেন। ঠিক কবে সেটা এখনও নিশ্চিত নয়। ভারতের স্পোর্টস এজেন্ট শতদ্রু দত্ত বলেছেন, ‘ ডি মারিয়ার সঙ্গে আমার চুক্তি রয়েছে। সে আসবে এবং এই বছরেই আসবে এটা নিশ্চিত। আর্জেন্টিনা ও তার পূর্ণ মনোযোগ কোপা নিয়ে। আমি জুলাইয়ের তৃতীয় সপ্তাহে আর্জেন্টিনা যাব। তখন তার ঢাকা ও কলকাতার সফরসূচি চূড়ান্ত করব।’
ডি মারিয়া ও মেসি কোপা আমেরিকায় খেলছেন। দুজনই ক্যারিয়ারে শেষবারের মত খেলতে নেমেছে। মেসিকে আনার চেষ্টা আবার করবেন শতদ্রু। আর সেটা আগামী বছর। ইন্টার মিয়ামির চায়না সফর রয়েছে। সেসময় মেসিকে ঢাকায় আনার চেষ্টা করা হবে।