মেলবোর্নে অন্যরকম দিন পার করেছেন জামাল ভূ্ঁইয়ারা। ১৬ নভেম্বর সেখানে অস্ট্রেলিয়ার সঙ্গে তাদের বিশ্বকাপ বাছাই (প্রিলিমিনারি রাউন্ড-২) ম্যাচ রয়েছে।
আগের দিন জিমনেশিয়ামে সময় কাটান ফুটবলাররা। আজ মাঠে অনুশীলন করেছে তারা। তীব্র বাতাসের পাশাপাশি ছিল ঠান্ডা। আর এটা মানিয়ে নেওয়া বেশ কঠিন।
জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান দলের সহকারী কোচ হাসান আল মামুন বলেন, `এখানে অনেক ঠান্ডা এবং বাতাস। বল পায়ে রাখতে খেলোয়াড়দের সমস্যা হচ্ছিলো। নতুন দেশে আসলে প্রথমে এ রকম হয়েই থাকে।’
প্রথম অনুশীলন শেষে জামাল বলেন, `আবহাওয়া একটু ঠান্ডা। অনেকেরই ঠান্ডা লেগেছে। আমাদের খেলা রাত ৮ টায়। ওই সময় আরো থাকবে। তারপওর দলের সবাই আত্মবিশ্বাসী এবং ম্যাচের জন্য সবাই শতভাগ প্রস্তুত। যদিও আমার আর তারিকের সমস্যা হচ্ছে না।’