সেপ্টেম্বর ৫, ২০২৩, ০৭:৪০ পিএম
সবকিছু পরিকল্পনা করে বিশ্বকাপ জেতানো হয়েছিল আর্জেন্টিনা দলকে! ম্যাচের আগে আর্জেন্টিনা এবং মেসিকে নিয়ে মন্তব্য করে আলবিসেলেস্তেদের তাঁতিয়ে দিয়েছিলেন ডাচ কোচ লুই ফন গাল। তিনি এবার এমন দাবি করলেন।
গত কাতার ফুটবল বিশ্বকাপ জয়ের পথে কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডসকে হারায় আর্জেন্টিনা। টানটান উত্তেজনার সেই ম্যাচে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ২-২ গোলের সমতায় ছিল। পরে সেই খেলা গড়ায় টাইব্রেকারে।
ডাচ কোচ লুই ফন গালের দিকে তেড়ে যাচ্ছেন মেসি। ছবি: সংগৃহীত
এমিলিয়ানো মার্তিনেসের বীরত্বে ডাচদের ৪-৩ গোলে হারিয়ে সেমি-ফাইনালে ওঠে আর্জেন্টিনা। ম্যাচশেষে নেদারল্যান্ডস কোচ লুই ফন গালকে উদ্দেশ্যে করে কিছু একটা বলতেও দেখা যায় লিওনেল মেসিকে।
ম্যাচের আগে আর্জেন্টিনা এবং মেসিকে নিয়ে মন্তব্য করে আর্জেন্টিনা দলকে তাঁতিয়ে দিয়েছিলেন ডাচ কোচ লুই ফন গাল। এবার তিনি দাবি করলেন, আর্জেন্টিনাকে বিশ্বকাপ পরিকল্পিতভাবেই জেতানো হয়েছে।
নেদারল্যান্ডসের সংবাদমাধ্যম এনওএসকে লুই ফন গাল বলেন, এটা নিয়ে খুব বেশি কিছু বলতে চাই না। আপনারা যদি আর্জেন্টিনার গোল এবং আমাদের গোল দেখেন তাহলেই বুঝতে পারবেন। তাদের কিছু খেলোয়াড় সীমা অতিক্রম করেছিল, কিন্তু এরপরও কোনো শাস্তি হয়নি তাদের। আমি মনে করি, পূর্বপরিকল্পিত ম্যাচ ছিল এটি।
শুধু তাই নয়, এমনকি পরবর্তীতে ম্যাচগুলোতেও আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দেওয়া হয়েছে বলে দাবি করেছেন এই কোচ। ফন গাল বলেন, `আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, মেসিকে বিশ্বকাপ জেতানোই লাগতো কিনা? আমার উত্তর, হ্যাঁ।`