অক্টোবর ১৮, ২০২৩, ১২:৫২ পিএম
আর্জেন্টিনার হয়ে এবার সফল লিওনেল মেসি। বিশ্বকাপ ২০২৬ এর দক্ষিণ আমেরিকা অঞ্চলের খেলা চলছে। মেসির জোড়া গোলে আর্জেন্টিনা ২-০ ব্যবধানে হারাল পেরুকে।
এই অঞ্চলে ১০টি দল খেলছে। ৪ ম্যাচের প্রতিটি জিতে আর্জেন্টিনা পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ১২ পয়েন্ট নিয়ে। তবে ব্রাজিলের পরিস্থিতি ভাল নয়।
নেইমার চোট নিয়ে মাঠ ছেড়েছেন। উরুগুয়ে ২-০ গোলে হারিয়েছে ব্রাজিলকে। উরুগুয়ের নুনেজে ও ক্রুজ গোল দুটি করেছেন।
ব্রাজিল ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে।