আজ মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ

ক্রীড়া প্রতিবেদক

আগস্ট ৩০, ২০২৩, ১২:২১ পিএম

আজ মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ

সংগৃহীত ছবি

এশিয়া কাপ। নাম শুনেই বোঝা যায় এটা একটি মহাদেশীয় লড়াই। এ লড়াই খেলার মঠের। আজ পাকিস্তান এবং নেপালের লড়াইয়ের মাধ্যমে মাঠে গড়াচ্ছে বহুল প্রতীক্ষিত এশিয়া কাপ।

কয়েক আসর আগেও, ফাইনালে উঠেও, একটুর জন্য অধরা থেকে গেছে বাংলাদেশের টাইগারদের শিরোপা। অশ্রুসিক্ত হয়েছেন খেলোয়াড় দর্শক উভয়ই। তবে এইবার আত্মবিশ্বাসী সাকিব বাহীনি শিরোপা অধরা রাখতে চায় না। 

বাংলাদেশ সময় বিকাল ৩.৩০ মিনিটে শুরু হবে এশিয়া কাপের জমজমাট লড়াই। এশিয়া কাপ সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট ৬টি দেশ। আইসিসির পূর্ণ সদস্য ৫টি (বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান) এবং সহযোগি সদস্য হিসেবে নেপাল। 

ভারত, পাকিস্তান ও নেপালকে ‘এ’ গ্রুপে এবং বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে দিয়ে গঠন করা হয়েছে ‘বি’ গ্রুপ। গ্রুপ পর্বে একে অপরের মুখোমুখি হবে সবাই। দুই গ্রুপ থেকে সেরা দুটি করে মোট চার দল নিয়ে অনুষ্ঠিত হবে সুপার ফোর। সেখানেও একে অপরের মুখোমুখি সবাই। সর্বশেষ ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল।

তবে এই এশিয়া কাপ যথা সময়ে মাঠে গড়াবে কি না তা নিয়ে ছিল যথেষ্ট সংশয়। এবারের টুর্নামেন্টের মূল আয়োজক পাকিস্তান। কিন্তু দেশটিতে গিয়ে খেলবে না ভারত। যে কারণে পুরোপুরি অনিশ্চয়তার মধ্যে পড়ে যায় টুর্নামেন্টটি। শেষ পর্যন্ত পাকিস্তান দিলো হাইব্রিড প্রস্তাব। যার অধীনে ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে নিরেপেক্ষ ভেন্যুতে।

প্রথমে পাকিস্তানের সঙ্গে আরব আমিরাতে আয়োজনের প্রস্তাব দেয়া হয়েছিলো। কিন্তু খুব বেশি তাপমাত্রা থাকার কারণে সেখানে গিয়ে খেলতে রাজি ছিল না কেউ। শেষ পর্যন্ত শ্রীলঙ্কাকে বেছে নেয়া হয় বিকল্প আয়োজক হিসেবে। মোট ১৩ ম্যাচের ৯টি অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। পাকিস্তানে অনুষ্ঠিত হবে ৪টি ম্যাচ।  

Link copied!