এশিয়া কাপ: তামিমের বদল তামিম

স্পোর্টস ডেস্ক

আগস্ট ১২, ২০২৩, ০৯:৫৩ পিএম

এশিয়া কাপ: তামিমের বদল তামিম

অবশেষে সকল জল্পনা-কল্পনা, নানা আলোচনা-সমালোচনার অবসান ঘটিয়ে শনিবার সকালে এশিয়া কাপ ২০২৩ এর জন্য ১৭ সদস্যদের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক প্যানেল। দলে একমাত্র নতুন মুখ তানজিদ হাসান তামিম।

মাহমুদুল্লাহ রিয়াদের থাকা-না থাকা নিয়ে অনেক জল্পনা হলেও শেষ পর্যন্ত ৩৭ বছর বয়সী এই অলরাউন্ডারকে রাখা হয়নি ১৭ জনের তালিকায়। দল ঘোষণার পর প্রধান নির্বাচকের দিকে সবচেয়ে বেশি গেল মাহমুদউল্লাহর না থাকার প্রশ্নটা।

গত মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে ‍‍`বিশ্রাম‍‍` দেওয়া হয়েছিল তাকে। সেই থেকে তার টানা বিশ্রাম চলছেই। গত কিছুদিনে অবশ্য মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ফিটনেস ক্যাম্পে ছিলেন সাইলেন্ট কিলার খ্যাত এই ব্যাটসম্যান। তবে মূল দলে ফেরা হলো না রিয়াদের ।এর আগে টাইগার একাদশের সাত নম্বর পজিশনের জন্য দীর্ঘদিন ধরে আলোচনায় ছিলেন মাহমুদউল্লাহ, সৌম্য, আফিফ ও মোসাদ্দেক হোসেন সৈকত। তাদের মধ্যে থেকে সুযোগ পেয়েছেন কেবল আফিফ।

১৭ সদস্যের দলে জায়গা পেয়েছে নাইম শেখ। কিন্তু কোন পার্ফরমেন্সের ভিত্তিতে নাইম শেখ দলে জায়গা পেলেন সেটাই আলোচনার বিষয়। এখনও পর্যন্ত ওয়ানডেতে তিনটি ইনিংস খেলে তার রান ১০। সবশেষ আফগানিস্তান সিরিজে দুই ম্যাচ খেলে তার রান ছিল ০ ও ৯। তার পরও টিকে গেছেন বাঁহাতি এই ওপেনার। নাইম শেখের অন্তর্ভুক্তি প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু প্রিমিয়ার লিগের পার্ফরমেন্স এবং আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতাকে বিবেচনায় রেখেছেন।

গত মাসে ইমার্জিং টিমস এশিয়া কাপে খেলে আসা তানজিদ হাসান এবার খেলবেন মূল এশিয়া কাপেও। ওপেনিংয়ে বিকল্প খোঁজার ভাবনায় তরুণ এই ওপেনারকে নেয়া হয়েছে এশিয়া কাপের বাংলাদেশ দলে।

শ্রীলঙ্কায় ইমার্জিং টিমস এশিয়া কাপে ৪ ম্যাচে ৩ ফিফটি করেন তানজিদ। তবে বেশ নজরকাড়া ছিল তার ব্যাটিংয়ের ধরন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই ঝড়ো ব্যাটিংয়ের জন্য আলাদা করে নজরকাড়া ২২ বছর বয়সী এই ব্যাটসম্যান এই টুর্নামেন্টেও দারুণ আগ্রাসী ব্যাটিং করেন। তার স্ট্রাইক রেট ছিল ১১৬.৯৯।

গত ঢাকা প্রিমিয়ার লিগেও তার পারফরম্যান্স খারাপ ছিল না। ‌‌১১ ইনিংসে ৪৩.০৯ গড়ে ৪৭৪ রান করেন, স্ট্রাইক রেট ৯৩.৩০।  তাঁর এই পার্ফরমেন্সই নজর কাড়েন  অধিনায়ক সাকিব আল হাসান, হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহ ও বিসিবির নির্বাচক প্যানেলের।

Link copied!