ইউরোপা লিগ

লিভারপুলকে দাঁড়াতেই দেয়নি আটালান্টা

স্পোর্টস ডেস্ক

এপ্রিল ১২, ২০২৪, ০৮:০২ এএম

লিভারপুলকে দাঁড়াতেই দেয়নি আটালান্টা

গোলের পর আটালান্টার ফুটবলার ও সমর্থকরা ছবি : টুইটার

ইউরোপা লিগে পাত্তাই পেল না লিভারপুল। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ইতালির ক্লাব আটালান্টার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে তারা। এখনও দ্বিতীয় লেগ আছে। তবে লিভারপুল এভাবে হারবে সেটা বিস্ময়কর। 

১৮ এপ্রিল আবার আটালান্টার মাঠে খেলা। অ্যানফিল্ডেই এমন হার অবাক করেছে ইয়ুর্গেন ক্লপকেও। ইংলিশ প্রিমিয়ার লিগে অবশ্য লিভারপুল শিরোপা রেসে রয়েছে। 

আটালান্টা আলোচনায় এসেছে আবার। ইতালির ক্লাবটি মাঝে মাঝেই চমকে দেয় সবাইকে। এদিকে রাতে অপর ম্যাচে এসি মিলানকে ১-০ গোলে হারিয়েছে রোমা। 

Link copied!