ইংল্যান্ডকে হারিয়ে দিল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

জুন ৮, ২০২৪, ০৮:৪৫ পিএম

ইংল্যান্ডকে হারিয়ে দিল অস্ট্রেলিয়া

জনি বেয়ারস্টোকে আউট করেন জস হ্যাজলউড। এরপর অস্ট্রেলিয়ানদের উচ্ছ্বাস। ছবি: এক্স

বার্বাডোজে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৩৬ রানে হারাল অস্ট্রেলিয়া। টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ২০২ রানের টার্গেট দেয় অস্ট্রেলিয়া। জবাবে ইংল্যান্ড ৬ উইকেটে ১৬৫ রানে থেমেছে। ২৮ রানে অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জাম্পা ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন। 

অস্ট্রেলিয়া দুই ম্যাচের দুটিতে জয় তুলে নিল (গ্রুপ বি)। ইংল্যান্ডের একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। আর এ ম্যাচে তারা গেল হেরে। 

ইংল্যান্ড টস জিতে ফিল্ডিং নেয়। অস্ট্রেলিয়ার টপ অর্ডার সফল ছিল। ফলে তারা ৭ উইকেটে ২০১ রান তোলে। দলীয় সর্বোচ্চ ৩৯ রান ডেভিড ওয়ার্নারের। 

ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪২ রান জস বাটলারের।  

Link copied!