বৃষ্টির ভয় জয় করে ইংল্যান্ড পরের পর্বে

অস্ট্রেলিয়া হারাল স্কটল্যান্ডকে

স্পোর্টস ডেস্ক

জুন ১৬, ২০২৪, ১১:২০ এএম

অস্ট্রেলিয়া হারাল স্কটল্যান্ডকে

অ্যান্টিগায় প্রবল বৃষ্টি। ইংল্যান্ড ও নামিবিয়ার ম্যাচ ছিল। এ খেলা না হলে ইংল্যান্ডের বিদায় হয়ে যেতে পারতো। পরে ১০ ওভারের খেলা অবশ্য হয়েছে। ইংল্যান্ড ৪১ রানে জিতেছে ম্যাচটি (ডি/এল)। এরপর সেন্ট লুসিয়ায় আরও একটি অঙ্ক মিলিয়ে দিতে হলো অস্ট্রেলিয়াকে। তারা স্কটল্যান্ডকে ৫ উইকেটে হারাল। অস্ট্রেলিয়া আগেই সুপার এইটে ছিল। এবার তারা ইংল্যান্ডকে সাথে নিয়ে গেল।

ইংল্যান্ড ১০ ওভারে ব্যাট করে ৫ উইকেটে ১২২ রান সংগ্রহ করে। জবাবে নামিবিয়া ৩ উইকেটে ৮৪ রান তুলেছে। ইংল্যান্ডের হ্যারি ব্রুক ২০ বলে ৪৭ রান তুলে ম্যাচসেরা হয়েছেন।

ওদিকে স্কটল্যান্ড বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল। ৫ উইকেটে তারা ১৮০ রান করেছে। অস্ট্রেলিয়া ১৯.৪ ওভারে জয় নিশ্চিত করে (১৮৬/৫)। ২৯ বলে ৫৯ রান করে ম্যাচসেরা হন মার্কাস স্টয়নিস।

 

 

Link copied!