ওয়েস্ট ইন্ডিজকে হারাল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

ফেব্রুয়ারি ২, ২০২৪, ০১:৪১ পিএম

ওয়েস্ট ইন্ডিজকে হারাল অস্ট্রেলিয়া

জাভিয়ের বার্টলেটের বোলিং নৈপুন্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করলো স্বাগতিক অস্ট্রেলিয়া।

শুক্রবার সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া ৮ উইকেটে হারিয়েছে সফরকারী  ওয়েস্ট ইন্ডিজকে। ১৭ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন বার্টলেট।
মেলবোর্নে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানিয়ে দুই অভিষিক্ত পেসার ল্যান্স মরিস ও বার্টলেট দিয়ে অস্ট্রেলিয়ার বোলিং ইনিংস শুরু করেন অধিনায়ক স্টিভেন স্মিথ। 

১৯৯৭ সালের পর প্রথমবারের মতো ঘরের মাঠে দুই অভিষিক্ত খেলোয়াড় দিয়ে বোলিং শুরু করলো অস্ট্রেলিয়া।

Link copied!