ওয়েলিংটনে শ্বাসরুদ্ধকর জয় অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক

ফেব্রুয়ারি ২১, ২০২৪, ১২:২০ পিএম

ওয়েলিংটনে শ্বাসরুদ্ধকর জয় অস্ট্রেলিয়ার

মিচেল মার্শের জয়ের আনন্দ ছবি : ফেসবুক

শেষ ওভারে জয়ের জন্য ১৬ রানের সমীকরণ মিলিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে  সফরকারী অস্ট্রেলিয়া ক্রিকেট দল । 

বুধবার সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের ছুঁড়ে দেওয়া ২১৬ রানের টার্গেট স্পর্শ করে ৬ উইকেটে জয় পায় অস্ট্রেলিয়া।
ওয়েলিংটনে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। 

ওপেনার ফিন অ্যালেন ১৭ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ৩২ রানে ফেরার পর  দ্বিতীয় উইকেটে ৬৪ বলে ১১৩ রানের জুটি গড়েন আরেক ওপেনার ডেভন কনওয়ে ও তিন নম্বরে নামা  রাচিন রবীন্দ্র।

টিম সাউদির করা শেষ ওভারের প্রথম ৩ বলে ৪ রান পায় অস্ট্রেলিয়া। চতুর্থ বলে ছক্কা মারেন ডেভিড। পরের বলে ২ রান নিলে শেষ ডেলিভারিতে বাউন্ডারির দরকার পড়ে অসিদের। ডিপ মিড উইকেট ও লং-অনের মাঝ দিয়ে চার মেরে অস্ট্রেলিয়াকে রোমাঞ্চকর জয় এনে দেন ডেভিড।
২টি চার ও ৩টি ছক্কায় ১০ বলে অপরাজিত ৩১ রান করেন ডেভিড। ২টি চার ও ৭টি ছক্কায় ৪৪ বলে ৭২ রানের ইনিংসে দলের জয়ে অবদান রাখায় ম্যাচ সেরা হন মার্শ।
১-০ ব্যবধানে এগিয়ে থেকে আগামী ২৩ ফেব্রুয়ারি অকল্যান্ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।

Link copied!