সিন অ্যাবটের অলরাউন্ড নৈপুণ্যে এক ম্যাচ হাতে রেখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করলো স্বাগতিক অস্ট্রেলিয়া।
রবিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া ৮৩ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। আট নম্বরে ব্যাট হাতে ৬৮ রানের পর বল হাতে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন অ্যাবট।
মেলবোর্নে প্রথম ওয়ানডে ৮ উইকেটে জিতেছিলো অস্ট্রেলিয়া। এর ফলে ২৯ বছর ধরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে না পারার আক্ষেপটা আরও দীর্ঘায়িত হলো ওয়েস্ট ইন্ডিজের।