ব্যালন ডি আর পেতে চলেছেন ভিনিসিয়াস জুনিয়র। ছবি: এক্স
রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র ব্যালন ডি‘অর জিততে চলেছেন। মার্কা এমনটি দাবি করেছে মঙ্গলবার।
ভিনিসিয়াস গত মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লিগ জয় করেছে। ব্রাজিল কোপা আমেরিকায় কোয়ার্টার থেকে বিদায় নেয়।
গত মৌসুমে তিনি চ্যাম্পিয়নস লিগে ৬টি গোল করেছেন। ব্রাজিলের হয়ে কোপা আমেরিকায় ২টি গোল করেন তিনি।