সাফ অনূর্ধ্ব ১৯ চ্যাম্পিয়নশিপ ফাইনাল

বাংলাদেশ ও ভারত যৌথ চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক

ফেব্রুয়ারি ৮, ২০২৪, ০৪:৪৩ পিএম

বাংলাদেশ ও ভারত যৌথ চ্যাম্পিয়ন

ম্যাচে গোলের পর সাগরিকা ছবি : সংগৃহীত

কমলাপুর স্টেডিয়ামে নারী সাফ অনূর্ধ্ব ১৯ ফাইনালে বাংলাদেশ ও ভারতকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। এর আগে ম্যাচ কমিশনারের ভুলে নানা নাটক হয়ে যায়। 

এর আগে ম্যাচ কমিশনার জানায় টসে ভারত চ্যাম্পিয়ন নয়। ২২ শটের টাইব্রেকার ১১–১১ সমতায় থাকার পর টসের মাধ্যমে ভারতকে জয়ী ঘোষণা করেন রেফারি।

বাংলাদেশের মেয়েরা শ্বাসরুদ্ধকর লড়াই উপহার দিয়েছে। বাংলাদেশের মেয়েরা মাঠে অপেক্ষা করে। ভারত তখনও মাঠের বাইরে ছিল।

ম্যাচে ভারত এক গোলে এগিয়ে যায়। পরে বাংলাদেশ গোলটি শোধ দেয় সাগরিকার নৈপুণ্যে। অতিরিক্ত সময় নেই। তাই টাইব্রেকারে যায় ম্যাচ। সেখানে ১১-১১ ফল হয়। কেউ ছাড় দেয়নি। একটি শট ভারতের আটকে গেলেও রেফারি আবার সেটা নিতে নিদের্শনা দেন। দুই দলের ১১ জন ২২ বার বল জালে জড়ান। 

ম্যাচ রেফারি ভুল করে বসেন। তিনি টস নিতে বলেন। টসে ভারত জিতে চ্যাম্পিয়নের উচ্ছ্বাস শুরু করে। বাংলাদেশের মেয়েরা অফিসিয়াল অভিযোগ জানায়। ফলে ভারত চ্যাম্পিয়ন এই সিদ্ধান্ত প্রত্যাহার হয়। 

এরপর বাংলাদেশের মেয়েরা মাঠে অপেক্ষা করতে থাকে। আর ভারতের মেয়েরা ড্রেসিংরুমে চলে গিয়েছিল।

Link copied!