আয়ারল্যান্ডের বিপক্ষে আরেকটি রেকর্ডগড়া জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে আইরিশদের ৫ উইকেটে হারায় বাংলাদেশ।
শুরুতে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ডের অধিনায়ক গ্যাবি লুইস। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ১৯৩ রান। ১৯৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ৩৭ বল হাতে রেখেই ৫ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশের মেয়েরা।
প্রথম ম্যাচের মতো সাবলীল ভঙ্গিমায় টানা দ্বিতীয় হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ফারজানা হক। এছাড়া শারমিন আক্তার ও অধিনায়ক নিগার যথাক্রমে ৪৩ ও ৪০ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে বাংলাদেশের জয়ের পথ সুগম করেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন সুলতানা। নিগারের হাতে ওঠে ম্যাচ সেরার পুরস্কার।
ঘরের মাঠে এটিই বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়। গত বছর পাকিস্তানের বিপক্ষে ১৬৭ রানের লক্ষ্যে ২৬ বল আগে জিতেছিল নিগারের দল। এছাড়া সব মিলিয়ে এর চেয়ে বেশি রান তাড়া করে জয় আছে আর দুটি।
প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। পাশাপাশি উইমেন’স চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ৪ পয়েন্ট পেয়ে গেছে তারা। একই মাঠে সোমবার সিরিজের শেষ ম্যাচে লড়বে দুই দল।
সংক্ষিপ্ত স্কোর
আয়ারল্যন্ড: ৫০ ওভারে ১৯৩/৬ (ফোর্বস ১৩, লুইস ২, হান্টার ৬৮, প্রেন্ডারগাস্ট ৩৭, ডেলানি ৩৩, পল ১০, রেমন্ড-হোয়ি ২১*, কেলি ১*; মারুফা ৭-১-৩৮-০, সুলতানা ১০-১-৩২-২, নাহিদা ১০-১-৩২-১, রাবেয়া ১০-০-৪২-০, ফাহিমা ৭-০-২৭-০, সোবহানা ২-০-৯-০, স্বর্ণা ৪-০-৬-১)
বাংলাদেশ: ৪৩.৫ ওভারে ১৯৭/৫ (ফারজানা ৫০, মুর্শিদা ৬, শারমিন ৪৩, নিগার ৪০, সোবহানা ১৬, স্বর্ণা ২৯*, ফাহিমা ৪*; প্রেন্ডারগাস্ট ৪-১-১০-১, ক্যানিং ৭-০-২২-১, কেলি ৯-০-৩৪-১, সারজেন্ট ৯-০-৪৪-০, ম্যাগুয়েইর ৮-০-৪৩-০, ডেলানি ৬.৫-০-৪৩-২)
ফল: বাংলাদেশ ৫ উইকেটে জয়ী
প্লেয়ার অব দা ম্যাচ: নিগার সুলতানা
সিরিজ: তিন ম্যাচ সিরিজে বাংলাদেশ ২-০তে এগিয়ে