মার্চ ২০, ২০২৫, ০২:২৬ পিএম
ছবি: সংগৃহীত
এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে আজ সকাল ৯টায় ভারতের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন জাতীয় দলের ফুটবলাররা। ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ খেলবেন তারা।
জাতীয় দলের কোচ হাভিয়ের ক্যাবরেরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন আগেই। এই দলে যেমন অবধারিতভাবে আছে জামাল ভূঁইয়া-হামজা চৌধুরীর নাম। তেমনি দলে জায়গা পেয়েছেন তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিনরা।
ক্যাবরেরা ভারত সফরে যাওয়ার আগে ৩৮ জনের প্রাথমিক দল ঘোষণা করেন। ওই দল থেকে ৯ জনকে বাদ দিয়ে ২৮ জনকে নিয়ে সৌদিতে ক্যাম্প করতে যান। ক্যাম্পে ছিলেন না হামজা চৌধুরী। ক্যাম্প শেষে ফাহামিদুলসহ তিন ফুটবলারকে বাদ দেওয়া হয়। ভারত সফরে যাওয়ার আগে আরও দু’জন দল থেকে বাদ পড়েছেন।
বাংলাদেশের ভারত সফরের দল: হামজা চৌধুরী, জামাল ভূঁইয়া, মিতুল মার্মা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, শাকিল আহাদ, রহমত মিয়া, শাকিল হুসাইন, ইশা ফয়সাল, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, মোহাম্মদ হৃদয়, কাজেম কিরমানি, মো. সোহেল রানা, সোহেল রানা, চন্দন রায়, মুজিবর রহমান, শেখ মোরসালিন, ফয়সাল আহমেদ, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন।