বিশ্বকাপের আগে কিউইদের কাছে সিরিজ হারলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২৭, ২০২৩, ০২:৪২ এএম

বিশ্বকাপের আগে কিউইদের কাছে সিরিজ হারলো বাংলাদেশ

ছবিঃ এএফপি

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে নিউজিউল্যান্ড। লো স্কোরিং ম্যাচে বেশ সহজেই জিতেছে কিউইরা। এই জয়ের ফলে ২-০ ব্যবধানে সিরিজ জিতল নিউজিল্যান্ড, এর আগে সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।  

মিরপুরে শেরে  শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। টাইগার শিবিরে এদিন অভিষেক হয় ওপেনার জাকির হাসান। ব্যাটিংয়ে নেমে শুরুতেই অবশ্য চাপে পড়ে যায় টাইগাররা। অভিষিক্ত জাকির ফিরেছেন দলের ৬ রানের মাথায়, ৫ বলে ১ রান করে। আরেক ওপেনার তানজিদ হাসান তামিম আউট হয়েছেন দলীয় ৮ রানের মাথাতে। সাজঘরে ফেরার আগে ৫ বলে ৫ রান করেন তিনি।

এরপর এক প্রান্ত ধরে খেলতে থাকেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মাঝে চারে নামা তাওহিদ হৃদয় ভালো শুরু পেয়েছিলেন। কিন্তু তাড়াহুড়া করে খেলতে গিয়ে আউট হন তিনি। ১৭ বলে ১৮ রানের ইনিংস খেলেন হৃদয়। অন্যরা যাই করুক শান্ত ছিলেন সাবলীল। এক প্রান্ত আগলে রেখে খেলে যাচ্ছিলেন তিনি। উইকেটের চারপাশে দারুণ সব শটে দলের রান বাড়িয়ে নিচ্ছিলেন, নিজেও ছুটছিলেন ফিফটির দিকে।

বাকি ব্যাটাররা শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। শান্ত ছাড়া ২০ রানের কোটা পার করতে পেরেছেন কেবল একজন, মাহমুদউল্লাহ রিয়াদ। ২৭ বলে ২১ রানের ইনিংস খেলেন তিনি। ফিফটি হাঁকানো শান্ত ৮৪ বলে ৭৬ রানের লড়াকু এক ইনিংস খেলে দলের ১৬৮ রানের মাথায় আউট হয়ে যান। এরপর আর বেশিক্ষণ টেকেনি দলের ইনিংস। ৩৪.৩ ওভার শেষে ১৭১ রানের মাথায় গুঁটিয়ে যায় বাংলাদেশ।

নিউজিল্যান্ডের হয়ে ৩৪ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন অ্যাডাম মিলনে। অন্যদিকে ২টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট এবং কোল ম্যাককঞ্চি।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু পায় নিউজিল্যান্ড। দুই ওপেনার ফিন অ্যালেন এবং উইল ইয়াং শুরু থেকেই কিছুটা চালিয়ে খেলছিলেন। ৪৯ রানের মাথায় ভাঙ্গে উদ্বোধনী জুটি, ভাঙ্গেন পেসার শরিফুল ইসলাম। ২৬ বলে ২৮ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান অ্যালেন।

তিনে নামা ডিন ফক্সক্রফটকেও ফেরান  শরিফুল। গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফিরে যান ফক্সক্রফট। হ্যাটট্রিকের সম্ভাবনা জাগালেও হ্যাটট্রিক পাননি শরিফুল। এরপর দলের ইনিংসটাকে টানতে থাকেন ইয়াং এবং হেনরি নিকোলস। দারুণভাবে ক্রিজে জমে যান নিকোলস এবং ইয়াং। ব্যাট হাতে দুজনেই ছিলেন বেশ সাবলীল। একটু একটু করে জয়ের কাছাকাছি যেতে থাকে নিউজিল্যান্ড।

সময়ের সাথে সাথে রানের গতি কিছুটা কমে এলেও ক্রিজে অটল ছিলেন ইয়াং এবং নিকোলস। দারুণ ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন ইয়াং। নিকোলসও ভালোভাবেই সঙ্গ দিচ্ছিলেন তাকে। ফিফটি হাঁকানো ইয়াং আউট হয়েছেন দলের ১৩০ রানের মাথায়। সাজঘরে ফেরার আগে ৮০ বলে ৭০ রানের অসাধারণ এক ইনিংস খেলেন তিনি। তৃতীয় উইকেট জুটিতে রান আসে ৮১। ইয়াংকে ফিরিয়েছেন নাসুম আহমেদ। 

এরপর টম ব্লান্ডেলকে সাথে নিয়ে বাকি কাজটা সহজেই সেরেছেন নিকোলস। ৯১ বল হাতে রেখে ৭ উইকেটের সহজ জয় পায় নিউজিল্যান্ড। ৮৬ বলে ৫০ রানের ইনিংস খেলে শেষপর্যন্ত অপরাজিত ছিলেন ফিফটি হাঁকানো নিকোলস। অন্যদিকে ১৬ বলে ২৩ রান করে টিকে ছিলেন ব্লান্ডেল। বাংলাদেশের হয়ে ২ উইকেট শিকার করেন শরিফুল ইসলাম। অন্যদিকে নাসুম আহমেদ নেন ১ উইকেট।

 এই হারের ফলে ২-০ ব্যবধানে সিরিজ হারল বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডের সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। শেষ দুই ম্যাচে দাপুটে জয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে কিউইরা। ২০০৮ সালের পর এই প্রথমবার বাংলাদেশের মাটিতে সিরিজ জিতল নিউজিল্যান্ড।  

এ নিয়ে ২০২৩ সালে ঘরের মাঠে চারটি দ্বিপাক্ষিক সিরিজের তিনটিতেই হারল বাংলাদেশ।

Link copied!