এশিয়া কাপে ভারত-বাংলাদেশের লড়াই

ব্যাটিংয়ে বাংলাদেশ, বিজয় এলেন, নাইম বাদ

স্পোর্টস ডেস্ক

সেপ্টেম্বর ১৫, ২০২৩, ০৯:০৭ পিএম

ব্যাটিংয়ে বাংলাদেশ, বিজয় এলেন, নাইম বাদ

এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ টস হেরে ব্যাটিং করবে। সুপার ফোরের শেষ খেলা। ভারতের রোহিত শর্মা টসে জিতে ফিল্ডিং নিয়েছেন। 

ভারত  ও শ্রীলংকা এশিয়া কাপের ফাইনালে খেলবে ১৭ সেপ্টেম্বর। বাংলাদেশ সুপার ফোর থেকে ছিটকে গেছে। তাই আজ শুক্রবারের ম্যাচটি নিয়মরক্ষার। 

এনামুল হক বিজয়কে একাদশে নেওয়া হয়েছে। শেখ নাইম বাদ গেলেন। তানজিদ তামিম ফিরে এলেন। মোস্তাফিজকে দেখা যাচ্ছে এ ম্যাচে। ওপেনার নাইম শেখ এই এশিয়া কাপে ভাল করতে পারেননি। ফলে তাকে বসানো হয়েছে। 

নাঈম শেখ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং হাসান মাহমুদকে বিশ্রামে রেখে দলে আসলেন এনামুল হক বিজয়, তানজিদ হাসান তামিম, শেখ মেহেদী হাসান ও মোস্তাফিজ।  অভিষেক হচ্ছে তানজিম হাসান সাকিবের।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, এনামুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদি হাসান মিরাজ, শেখ মেহেদী, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, কেএল রাহুল, ইশান কিষান (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহম্মদ শামি ও প্রসিদ্ধ কৃষ্ণ।

Link copied!