শক্তিশালী দলের বিপক্ষে বাংলাদেশের পরাজয় যেন অবশ্যম্ভাবী। প্রতিপক্ষের চাপের কাছে নিমিষেই ছন্দ হারিয়ে ফেলে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। এরপর ছন্দ খুঁজতে গিয়ে ধুকে ধুকে শেষ করে নব্বই মিনিট।
ব্যতিক্রম ঘটেনি আজ ফিলিস্তিনের বিপক্ষে। দুবাইয়ের জাবের আল-আহমদ স্টেডিয়ামে বাংলাদেশকে ৫ গোলে বিদ্ধস্ত করেছে ফিলিস্তিন। স্বাগতিকদের হয়ে হ্যাট্টিক করেন ওদে দাব্বাঘ। এছাড়া ২টি গোল করেছেন শিহাব কুম্বল।
লড়াইয়ে দৃঢ় প্রত্যয় নিয়ে মাঠে নামলেও ম্যাচ চলাকালীন তার প্রমাণ দেখা যায়নি জামাল-বিশ্বনাথদের কাছে। আক্রমণভাগে সহজ বল পেয়েও যেমন গোল করতে পারেনিন ফাহিম-রাকিবরা, তেমনি রক্ষণভাগে বিশ্বনাথদের শিশুসুলভ ভুলের মাশুল দিতে গিয়ে হজম করতে হয়েছে এক এক করে পাঁচ গোল।
ফিফা র্যাংকিংয়ে ৮৬ ধাপ ওপরে থাকা ফিলিস্তিনের বিপক্ষে নেমে প্রথমার্ধের ৪০ মিনিট পর্যন্ত গোলশূন্য স্কোরবোর্ড রাখতে পেরেছে তপু-সাদরা। তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে এসে দুই গোল হজম করেই সব এলোমেলো করে ফেললো হ্যাভিয়ে কাবরেরার শিষ্যরা। এরপর দ্বিতীয়ার্ধের আরও তিন গোল হজম করে ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ।
এটাই ফিলিস্তিনের কাছে বাংলাদেশের সবচেয়ে বড় হারের রেকর্ড। এর আগে সর্বোচ্চ ২-০ গোলে হার ছিল। আর বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে ফিলিস্তিন প্রথম জয় পেলো। চার দলের মধ্যে ফিলিস্তিন চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। আর বাংলাদেশ তিন ম্যাচে এক ড্র ও দুই হারে সবার নিচে অবস্থান। আগামী ২৬ মার্চ ঢাকায় দ্বিতীয় লেগ খেলতে আসবে ফিলিস্তিন