ধর্মশালায় টাইগাররা নামছে সকালে

বাংলাদেশের বিশ্বকাপ শুরু চেনা আফগানিস্তানকে দিয়ে

স্পোর্টস ডেস্ক

অক্টোবর ৭, ২০২৩, ০৬:১৯ এএম

বাংলাদেশের বিশ্বকাপ শুরু চেনা আফগানিস্তানকে দিয়ে

মাহমুদউল্লাহ রিয়াদ এখনও একাদশে নিশ্চিত নন। ছবি : বিসিবি

জয় দিয়ে ওয়ানডে বিশ্বকাপ শুরুর লক্ষ্য নিয়ে শনিবার আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ধর্মশালায় বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হবে ম্যাচ। চেনা প্রতিপক্ষ আফগানিস্তান। এশিয়া কাপের আগে ঘরের মাঠেও তাদের সঙ্গে খেলেছে টাইগাররা। সে কারণে আজ ধর্মশালায় হলেও, বাংলাদেশের কাছে আফগানিস্তান অচেনা নয়। 
বিশ্বকাপের আগ মুর্হূতে মাঠ ও মাঠের বাইরের বিভিন্ন ঘটনায় বেশ চাপে  পড়ে বাংলাদেশ। তবে ভারতে পৌঁছার পর  পিছনের সব বিতর্ক পিছনে ফেলে টাইগাররা মাঠে নামতে পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন, বাংলাদেশ টিম ডিরেক্টর  খালেদ মাহমুদ সুজন। বছরে ২০টি ম্যাচ খেলে সমান ৯টি করে ম্যাচে জয় ও হারের পাশাপাশি দু’টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে টাইগারদের। ওয়ানডে ফরম্যাটে শক্তিশালী দলে পরিণত হবার পরও পরিসংখ্যান মোটেও ভালো নয় বাংলাদেশের। এ বছর ঘরের মাঠে তিনটি ওয়ানডে সিরিজ হারের (ইংল্যান্ড, আফগানিস্তান, নিউজিল্যান্ডের বিপক্ষে) কারনে চিন্তার ভাজ বাংলাদেশের কপালে। অথচ  ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত ঘরের মাঠে মাত্র একটি সিরিজ হেরেছিলো টাইগাররা।
এ বছরই প্রথমবারের মতো ঘরের মাঠে আফগানিস্তানের কাছে সিরিজ হারের লজ্জা পায় বাংলাদেশ। ২০১৩ সালের পর প্রথমবারের মত ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছেও ওয়ানডে সিরিজ হারে বাংলাদেশ।
বিশ্বকাপের আগে এই দু’টি সিরিজ হার অবশ্যই চাপে রাখবে বাংলাদেশকে। যদিও বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার বিপক্ষে সহজেই জয় পেয়েছে টাইগাররা। কিন্তু দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে হারের কারণে আত্মবিশ্বাসে ঘাটতি নিয়েই বিশ্বকাপের মঞ্চে খেলতে নামতে হচ্ছে বাংলাদেশকে।

Link copied!