বার্সেলোনার জয় এনে দিলে রবের্তো ছবি : টুইটার
সার্জি রবের্তোর জোড়া গোলে লা লিগায় কষ্টার্জিত জয় পেয়েছে বার্সেলোনা। আলমেরিয়া চেপে ধরেছিল। শেষে কাতালান ক্লাব বার্সা ৩-২ ব্যবধানে জয় পেয়েছে।
লা লিগার পয়েন্ট টেবিলে এখনও তিন নম্বরে জাভির দল। ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট তাদের। অন্যদিকে রিয়াল মাদ্রিদ ১৭ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয়।
জিরোনা ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। এ মৌসুমের বড় চমক এই দলটি। রিয়াল মাদ্রিদ আজ আলাভেজের মুখোমুখি হবে রাত ২টায়। জিরোনা খেলবে রিয়াল বেটিসের সঙ্গে। তাদের ম্যাচ রাত ১২টায়।