স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির কাছে বার্সার অসহায় আত্মসমর্পণ

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৫, ১২:৫৩ পিএম

স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির কাছে বার্সার অসহায় আত্মসমর্পণ

ছবি: সংগৃহীত

চেলসির বিপক্ষে দীর্ঘদিনের ব্যর্থতার ধারায় এবার আরও এক যোগ করলো বার্সেলোনা। স্ট্যামফোর্ড ব্রিজে নেমে পুরো ম্যাচজুড়েই তারা ছিল অসহায়। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে ইংলিশ ক্লাবটির কাছে ৩–০ ব্যবধানে হারতে হয়েছে কাতালানদের।

সর্বশেষ ৯ ম্যাচে চেলসির বিপক্ষে মাত্র একবার জিতেছিল বার্সা। এবার সেই ব্যবধান আরও স্পষ্ট হলো। আসলে স্কোরলাইন ৩–০ হলেও ব্যবধান আরও বড় হতে পারত—তিনটি গোল অফসাইড ও হ্যান্ডবলে বাতিল হওয়ার কারণে বেঁচে গেছে স্প্যানিশ দলটি।

ম্যাচের শুরুটা হয়েছিল বার্সেলোনার জন্য দুঃস্বপ্নের মতো। আত্মঘাতী গোলের মাধ্যমে পিছিয়ে যাওয়ার পর প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ১০ জনের দলে পরিণত হয় তারা। বিরতির পর লড়াইয়ে ফেরার ক্ষমতা দেখাতে পারেনি হান্সি ফ্লিকের দল।

স্ট্যামফোর্ড ব্রিজে প্রথমার্ধে জুল কুন্দের আত্মঘাতী গোলে এগিয়ে যায় চেলসি, এরপর দ্বিতীয়ার্ধে গোল করেন এস্তেভাও উইলিয়ান ও লিয়াম ডেলাপ।

ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যেতে পারত চেলসি। এনজো ফার্নান্দেজের শট জালে গেলেও তার আগে ফোফানার হ্যান্ডবলের কারণে গোল বাতিল হয়। মিনিট দুয়েক পরই সুযোগ পান ফেররান তোরেস, কিন্তু সামনেই শুধু গোলরক্ষক থাকা সত্ত্বেও শট বাইরে পাঠিয়ে দেন তিনি।

২২তম মিনিটে আবারও জালে বল পাঠান ফার্নান্দেজ, তবে এবার অফসাইড। কিন্তু ২৭ মিনিটে বাধা আর টিকল না। কর্নার থেকে তৈরি গোলমুখে অস্থিরতার সুযোগ নিয়ে চেলসিকে উপহার দেন আত্মঘাতী গোল জুল কুন্দে।

বিরতির পূর্বে আরও বড় ধাক্কা খায় বার্সা। কুকুরেয়াকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় অধিনায়ক রোনাল্ড আরাউহোকে।

দ্বিতীয়ার্ধে চেলসি আরও আগ্রাসী হয়ে ওঠে। ৫০তম মিনিটে অফসাইডে গোল বাতিল হলেও পাঁচ মিনিট পর দারুণ একক দক্ষতায় গোল করেন এস্তেভাও। ৭৪ মিনিটে স্কোরলাইন ৩–০ করেন লিয়াম ডেলাপ।

অবশেষে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে চেলসি। এই জয়ের ফলে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচে উঠেছে লন্ডনের ক্লাবটি। অন্যদিকে পাঁচ ম্যাচে দুই হারের কারণে ৭ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে নেমে গেছে বার্সেলোনা।

Link copied!