মার্চ ১৩, ২০২৪, ০৭:৩৮ এএম
বার্সেলোনার জোয়াও ক্যানসেলোর স্বস্তির হাসি ছবি : টুইটার
উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে বার্সেলোনা ও আর্সেনাল। মঙ্গলবার রাতে বার্সেলোনা ৩-১ গোলে হারায় নাপোলিকে। দুই লেগ মিলিয়ে বার্সার জয় ৪-২ ব্যবধানে।
বার্সেলোনার হয়ে এই শেষ ষোলোর দ্বিতীয় লেগে গোল করেছেন লোপেজ, ক্যানসেলো ও লেভানডভস্কি। নাপোলি এ রাতে গোল মিসের খেসারত দিয়েছে।
আর্সেনাল ১-০ গোলে শেষ ষোলোর দ্বিতীয় লেগে পোর্তোকে হারায়। কিন্তু আগের লেগে পোর্তোর জয় ছিল ১-০ গোলেই। দুই লেগ মিলিয়ে ১-১ হয়ে যায়। তখন অতিরিক্ত ৩০ মিনিটে খেলা যায়।
সেখানেও গোল না হলে টাইব্রেকে খেলা গড়ায়। আর সেখানে আর্সেনাল ৪-২ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে চলে যায়।