বার্সেলোনার নতুন কোচ হলেন হ্যান্সি ফ্লিক। তিনি বায়ার্ন মিউনিখের সাবেক কোচ ছিলেন। জাভি বরখাস্ত হওয়ার পর তারই কোচ হয়ে আসার কথা।
হ্যান্সি ফ্লিককে বার্সেলোনা ২ বছরের জন্য চুক্তিবদ্ধ করেছে। তিনি বার্সেলোনাকে পুরনো ছন্দে আসবেন সেটাই ভক্তদের বিশ্বাস। বার্সেলোনা গত মৌসুমে কোনো ট্রফিই জেতেনি।
জাভি ক্লাবের খবর বাইরে প্রকাশ করায় চাকরি হারান। এছাড়া রাখার পক্ষে ছিল বার্সেলোনা।