এই ম্যাচে হ্যাটট্রিক করেন রাফিনহা। ছবি : এক্স
লা লিগায় বিশাল ব্যবধানে জিতেছে বার্সেলোনা। ভ্যালাডোলিডকে তারা হারিয়েছে ৭-০ গোলে। এই ম্যাচে হ্যাটট্রিক করেছেন রাফিনহা।
এছাড়া একটি করে গোল লেভানডভস্কি, অলমো, কুন্দে ও তোরেসের। ভ্যালাডোলিড কোনো সুযোগ পায়নি ম্যাচে সেভাবে। বার্সা এক তরফা জয় পেয়েছে।
চলতি মৌসুমে ৪ ম্যাচের প্রতিটি জিতে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা।