অক্টোবর ২, ২০২৪, ০৫:৩৯ এএম
উয়েফা চ্যাম্পিয়নস লিগে মঙ্গলবার বড় জয় পেয়েছে বার্সেলোনা। ইয়ং বয়েজকে তারা ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে। জোড়া গোল করেছেন লেভানডভস্কি।
চ্যাম্পিয়নস লিগে টানা দুটি জয় পেয়েছে বার্সেলোনা। মৌসুমের প্রথম ম্যাচে তারা মোনাকোকে হারিয়েছিল। বার্সা চ্যাম্পিয়নস লিগে অটুট রয়েছে।
বার্সেলোনার হয়ে অপর তিনটি গোল করেছেন রাফিনহা, মার্টিনেজ ও কামারা।
এদিকে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ আজ খেলতে নামছে। ফ্রান্সের লিলের সঙ্গে খেলবে তারা। রাত ১টায় খেলাটি রয়েছে। রিয়ালও জয় দিয়ে আসর শুরু করেছিল।