আতলেতিকোর বিপক্ষে জয়ে লা লিগার শীর্ষস্থান দখল বার্সেলোনার

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৩, ২০২৫, ১০:১৯ এএম

আতলেতিকোর বিপক্ষে জয়ে লা লিগার শীর্ষস্থান দখল বার্সেলোনার

ছবি: সংগৃহীত

ক্যাম্প ন্যুতে দারুণ প্রত্যাবর্তনের মাধ্যমে লা লিগায় নিজেদের অবস্থান আরও মজবুত করেছে বার্সেলোনা। এক গোল পিছিয়ে থেকেও আতলেতিকো মাদ্রিদকে ৩–১ গোলে হারিয়ে চার পয়েন্টের লিড নিয়েই তালিকার শীর্ষে উঠেছে হানসি ফ্লিকের দল।

অক্টোবরে এল ক্লাসিকোয় ২–১ গোলে হারের পর রিয়াল মাদ্রিদের চেয়ে পাঁচ পয়েন্ট পিছিয়ে ছিল বার্সা। তবে টানা পাঁচ ম্যাচে সফলতার ধারাবাহিকতায় এখন তারা স্বস্তির জায়গায় আছে। যদিও রিয়ালের চেয়ে এক ম্যাচ বেশি খেলেছে দলটি; আজ রাতে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ।

ম্যাচের ১৯তম মিনিটে লং পাস ধরে চিপ শটে জোয়ান গারসিয়াকে পরাস্ত করে আলেক্স বাইনা আতলেতিকোকে এগিয়ে দেন। সহকারী রেফারি প্রথমে অফসাইডের সিদ্ধান্ত দিলেও ভিএআর চেকের পর গোলটি বহাল থাকে। তবে মাত্র সাত মিনিট পরই পেদ্রির নিখুঁত থ্রু-বলে ডি-বক্সে ঢুকে ওবলাককে কাটিয়ে সমতা ফেরান রাফিনিয়া।

১–১ অবস্থায় পেনাল্টিও পায় বার্সেলোনা। পাবলো বারিয়োসের ফাউলের পর স্পট কিকে দাঁড়ান রবার্ট লেভানদোস্কি, কিন্তু গোল করতে ব্যর্থ হন পোলিশ ফরোয়ার্ড। বিরতির পর দুই দলই কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও ৬৫তম মিনিটে লামিন ইয়ামালের চমৎকার ড্রিবলিংয়ের পর তার বাড়ানো বল ধরে নিচু শটে দানি অলমো বার্সাকে ২–১ গোলে এগিয়ে নেন।

সুযোগ ছিল আতলেতিকোরও। গোলরক্ষককে কাটিয়ে প্রায় শূন্যপোস্ট পেয়েও অবিশ্বাস্যভাবে লক্ষ্যভ্রষ্ট করেন থিয়াগো আলমাদা। শেষ দিকে, ৮৭তম মিনিটে আলেহান্দ্রো বালদের ক্রস থেকে ফেরান তোরেস কাছ থেকে গোল করে বার্সার জয় নিশ্চিত করেন।

তবে জয় সত্ত্বেও দানি অলমোর কাঁধের চোট দলটির জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

Link copied!