লা লিগা

অলমোর জোড়া গোলে বার্সেলোনার জয়

স্পোর্টস ডেস্ক

নভেম্বর ৩, ২০২৪, ০৫:২০ পিএম

অলমোর জোড়া গোলে বার্সেলোনার জয়

দুই গোল করে বার্সেলোনার ডানি অলমো। ছবি: এক্স

ডানি অলমোর জোড়া গোলে রবিবার লা লিগায় জয় পেয়েছে বার্সেলোনা। এস্পানিয়লকে তারা ৩-১ ব্যবধানে হারিয়েছে। পুরো ম্যাচের লাগাম আগে থেকেই কাতালানদের হাতেই ছিল।

বার্সেলোনা প্রথমার্ধেই তিন গোল দিয়ে দেয়। ২টি গোল করেন অলমো। অপরটি ছিল রাফিনহার। ব্রাজিলের এই তারকা গোল পাচ্ছেন নিয়মিত।

১২ ম্যাচে লিগে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রিয়াল মাদ্রিদ। 

Link copied!