বার্সেলোনার ডি ইয়ং ও রাফিনহা ছবি : টুইটার
শনিবার লা লিগায় সহজ জয় পেয়েছে বার্সেলোনা। ৪-০ গোলে তারা গেটাফেকে হারিয়েছে। দলের ৪ স্কোরার। রাফিনহা, ফেলিক্স, ডি ইয়ং ও লোপেজ গোল করেছেন।
২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে বার্সেলোনা টেবিলের দ্বিতীয়স্থানে। রিয়াল মাদ্রিদ ২৫ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে।
রিয়াল মাদ্রিদ রবিবার সেভিয়ার বিপক্ষে খেলবে।